Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কমলনগর ও রামগতি মেঘনা নদীর ভাংগ প্রতিরোধে ১৯৮ কোটি ২ লক্ষটাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার
বিস্তারিত

মেঘনার ভাংগ প্রতিরোধে ১৯৮কোটি২লক্ষটাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির(একনেক) সভায় এই চার প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়াহয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখহাসিনা। মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন ৫শ’ ৬৪ কোটি ৭০ লক্ষ টাকা এবং প্রকল্প সাহায্যের পরিমাণ ১শ’ ৫৬ কোটি টাকা। প্রকল্প ৪টির মধ্যে ২টি নতুন প্রকল্প এবং ২ টি সংশোধিত প্রকল্প। ৩টি প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থায়নে এবং বাকি প্রকল্পটি সরকারি ও প্রকল্প সাহায্য দিয়ে বাস্তবায়ন করা হবে। একনেক সভায়‘ লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলা এবং তৎসংলগ্ন এলাকাকে মেঘনানদীর অব্যাহত ভাঙ্গনহতে রক্ষাকল্পে নদী তীর সংরক্ষণ (১মপর্যায়)’ শীর্ষক ১৯৮ কোটি ২ লক্ষ টাকার প্রকল্পটি পাশ হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে পানি উন্নয়ন বোর্ড‘ জুলাই , ২০১৪’ হতে ‘জুন, ২০১৯’ এর মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করবে। সভায় জানানো হয় উপকূলীয় অঞ্চলে অবস্থিত মেঘনা নদীর ভাঙ্গন হতে সাধারণ মানুষের জীবনও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং শস্য উৎপাদন বৃদ্ধি করাই এপ্রকল্পের লক্ষ্য। পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এ প্রকল্পটি নিয়ে সাংবাদিকদের বলেন, ‘১৯৭৬সালে নির্মিত৫৯/২ পোল্ডারটির মাধ্যমে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার বন্যা নিয়ন্ত্রণ,পানিনিষ্কাশন, শস্য উৎপাদন ও লবণাক্ত পানি প্রবাহ রোধ করা হচ্ছিল। কিন্তু ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলার আঘাতে উক্ত পোল্ডারে উপকূলীয় বেষ্টনী বাঁধের ৩৭ কি. মি. মেঘনা নদীতে বিলীন হয়ে যায়। এঅবস্থাথেকে প্রকল্প এলাকারক্ষাকল্পে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং এর সমীক্ষার ভিত্তিতে প্রকল্পটি নেয়া হয়।
 

ছবি
ডাউনলোড