অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান এই শ্লোগানে লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় মৎস্য সপ্তাহ”২০১৪ উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রা ও পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার কমলনগর উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে উপজেলা পরিষদের সামনে শোভাযাত্রা শেষে পরিষদ পুকুরে প্রধান অতিথি দেশীয় পোনামাছ অবমুক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্যাহ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজিরহাট উপকূল কলেজ অধ্যক্ষ আবদুল মোতালেব, অধ্যক্ষ জায়েদ হোছাইন আল-ফারুকী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস