১৭নভেম্বর/২০০৫ ইং প্রশাসনিক পূনবিন্যাস জাতীয় কমিটির ৯৩তম সভায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলাকে বিভাজন করে “কমলনগর” নামে দেশের ৪৭২তম উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। ২০সেপ্টেম্ব ২০০৬ ইং সনে উপজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রাক্তন সংসদ সদস্য- (১৯৫৪ ও ১৯৮১ সাল)ভাষা সৈনিক মরহুম তোয়াহা ও তৎকালীন রামগতি হাতিয়ার সংসদ সদস্য মরহুম আবুল খায়ের রামগতিকে দুইটি থানা করার প্রস্তাবের প্রেক্ষিতে মরহুম কফিল উদ্দিন আহাম্মদ (ফাইনান্স সেক্রেটারী) একটি প্রতিবেদন দেন।পরবর্তীতে প্রাক্তন বস্র্ প্রতি মমমেজর আঃমন্নান কর্তৃক উহা পুন উপস্থাপনের কালক্রমে জনসাধারনের দাবীর প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য জনাব আশ্রাফউদ্দিননিজান(রামগতি/কমলনগর) লক্ষ্মীপুরু৪ এর অক্লান্ত প্রচেষ্টায় জাতীয় বাস্তবায়ন কমিটির ৯৩ তম বৈ্ঠকের সিদ্ধান্তের আলোকে গেজেট বিজ্ঞপ্তি নং-উপ-২/সি-১৫/২০০৫ /২৯৫ তারিখ- ৬/৬/২০০৬ অনুষ্ঠিত নিকার এর ৯৩তম বৈঠকে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৯টি ইউনিয়নকে নিয়ে কমলনগর নামে একটি নতুর প্রশাসনিক উপজেলা গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়-হাজির হাট,কমলনগর (সাইক্লোন সেন্টার অস্থায়ী কার্যালয়)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস