মতির হাট মাছঘাট কমলনগর উপজেলার অন্যতম একটি দর্শনীয় স্থান। পাশাপাশি মতির হাট মাছঘাট লক্ষ্মীপুর জেলা অন্যতম একটি মৎস্য অবতরন কেন্দ্র। কমলনগর উপজেলার মেঘনা তীরবর্তী মানুষের জীবন জীবিকার অন্যতম স্থান এই মতির হাট। নদী খেকে জেলেরা রুপালী ইলিশসহ নান প্রজাতির মাছ ধরার পর তারা মাছ ঘাটে তা বিক্রি করে । মতির হাটে ১৯৭৭ সালে ইলিশ ও চিংড়ি মাছ সংরক্ষনের জন্য একটি কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠা করা হয়। মেঘনা নদীর তীর, ইলিশের নৌকা নোঙর করা, মাছঘাট ও কোল্ড স্টোরেজ মিলিয়ে ইলিশের মৌসুমে মতির হা্টে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস