কমলনগর উপজেলায় কাব স্কাউট ইউনিট লিডারদের ৫ দিনের বেসিক কোর্স শেষে মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন। তোরাবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের সঞ্চালনায় এবং কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট সভাপতি আবদুল আওয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিরিন সুলতানা, কমলনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী, কুমিল্লা অঞ্চলের স্কাউট কোর্স লিডার সালেহ আহমেদ, লক্ষ্মীপুর জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন প্রমুখ। ১৬ আগষ্ট থেকে ২০ আগষ্ট পর্যন্ত ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে কমলনগর উপজেলার ৫০টি শিক্ষা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ অংশ গ্রহন করেন। মহাতাবুঁ জলসা অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রশিক্ষনার্থীগন তাদের মনোজ্ঞ নৈপুন্য উপস্থাপন করার পূর্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা সহকারী শিক্ষাকর্মকর্তা জহিরুল ইসলাম, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবদিন, প্রশিক্ষক পরিমল চন্দ্র রায়, প্রশিক্ষনার্থী মোঃ আবুল কালাম ফেরদৌস আরা বেগম।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS