কমলনগর উপজেলার পটভূমি |
প্রাক্তন সংসদ সদস্য ভাষা সৈনিক মরহুম তোয়াহা ও তৎকালনি রামগতি হাতিয়ার সংসদ সদস্য মরহুম আবুল খায়ের রামগতিকে দুইটি খানা করার প্রস্তাবের প্রেক্ষিতে মরহুম কফিল উদ্দিন আহমেদ (ফাইনান্স সেক্রেটারী) একটি প্রতিবেদন দেন। পরবর্তীতে নিকার ৯৩ তম বৈঠকের সিদ্ধান্তের আলোকে গেজেট বিজ্ঞপ্তি নং- উপ-২/সি- ১৫/২০০৫/২৯৫, তারিখ ০৬.০৬.২০০৬ খ্রি: মোতাবেক লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ০৫টি ইউনিয়নকে নিয়ে কমলনগর নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠিত হয়। পরবর্তীতে নভেম্বর ২৯, ২০০৭ বাংলাদেশ গেজেট মোতাবেক ০৪টি ইউনিয়ন দ্বিখন্ডিত হয়ে ০৮টি করা হয় এবং মোট ০৯টি ইউনিয়নে পরিনত হয় (অফিস সুত্র) |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS